ক্লিক করুন এখানে

শিশুকে ডায়াপার পরানো | babies in diapers

শিশুর জন্য ডায়পার ব্যবহার এখন প্রায় প্রতি ঘরে ঘরেই। বিশেষ করে কর্মজীবী মা বাবা’র জন্য সন্তান পালন অনেক সহজ করে দিয়েছে। শিশুর জন্য ডায়পার ব্যবহারের ক্ষেত্রে কিছু বাড়তি টিপস দেয়ার চেষ্টা করছি। এগুলো আপনার দৈনন্দিন শিশু পালনে আরেকটু আরাম দেবে।  

জরুরী কিছু টিপসঃ

১। ময়লা ডায়াপার (dirty diaper) নিয়মিত ফেলে দিন। জমিয়ে রাখবেন না। এতে জীবাণুর সংক্রমণ ঘটতে পারে।

২।বাচ্চার বয়স ও স্বাস্থ্য অনুযায়ী ডায়পারেরে সাইজ (diaper size) নির্ধারন করুন। ডায়াপার পরানোর জন্য যদি আপনার শিশুর কোমর বা তার আশেপাশে দাগ দেখতে পান তাহলে ঢিলেঢালা ডায়পার পরান

৩। শিশুর ডায়াপার পরানোর জায়গায় কোমরে যদি ফুসকুড়ি বা র‍্যাশ  দেখতে পান তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্রীম ব্যবহার করা শুরু করুন। দেরী করবেন না। দরকার হলে ডায়াপার ব্র্যান্ড ও পরিবর্তন করতে পারেন যদি ক্রীম ব্যবহারে না সারে।

৪। ছেলে শিশুকে ডায়াপার পরানোর সময় ডায়াপারটি ক্লোজ করার আগে শিশুর লিঙ্গটি নিচের দিক করে বসান।

৫। ডায়পার ডিজপোজ করার জন্য ওয়ানটাইম পলিথিন রাখতে পারেন। প্রতিবার পায়খানার পর ডায়পারটি পলিথিনে ভরে ফেলে দিন। ঘরে জমিয়ে রাখবেন না।   

৬। নবজাতকের ক্ষেত্রে বেবি ওয়াইপস (baby wipes) ব্যবহার করতে পারেন পরিষ্কার করার জন্য।    

৭।ডায়াপার পরানোর আগে পেট্রোলিয়াম জেলি বা বেবি অয়েল ব্যবহার করতে পারেন। তবে র‍্যাশ দেখা দিলে এগুলো ব্যবহার না করাই ভালো।

 নিয়মিত ডায়াপার পরানোর কারণে শিশুর ত্বক লাল হয়ে ফুলে উঠতে বা ফুসকুড়ি (baby diaper rash) হতে পারে। এসব ক্ষেত্রে কিছুদিন ডায়পার ব্যবহার বন্ধ রাখতে পারেন। তবে আক্রান্ত স্থানে সংক্রমণ, ক্ষত বা পুঁজ দেখা দিলে বা জ্বর আসলে,তবে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

 ৯। ডায়াপার পরানোর আগে শিশুর ত্বকে পাউডার ব্যবহার করবেন না। এতে ত্বকের শুষ্কতা ত্বরান্বিত হয়।

 ১০। রাতে ডায়াপার পরালে সকালে উঠেই বদলে দিতে হবে।

 ১১। ডায়পার পরানোর ৬ (ছয়) ঘণ্টার মধ্যেই পরিবর্তন করে দিতে হবে (যদি পায়খানা করে তাহলে সাথে সাথেই পরিবর্তন করতে হবে)। বাচ্চার মল যত দ্রুত সম্ভব পরিষ্কার করতে হবে।

১২।  ডায়াপারের ওপর প্লাস্টিকজাতীয় প্যান্ট পরানো ঠিক হবে না। কারণ, প্লাস্টিক আবরণ আর্দ্রতাকে ভেতরে আটকে রাখবে। এটি ডায়াপার  র‍্যাশকে আরও তীব্র করবে

১৩।শিশুর ডায়পার বদলাবার পর ভাল ভাবে হাত ধুয়ে নিন



ওয়াসেবেল ডায়াপারের (baby diaper cloth) কিছু কায়দা কানুনঃ

 ১। বাতাস চলাচল করে বলে র‍্যাশ বের হবার সম্ভাবনা কম। তবে বেশীক্ষন পরিয়ে রাখা ঠিক নয়।

২। শিশু তাড়াতাড়ি শিখে যাবে কখন তার ডায়পার বদলাতে হবে।  একটু অভ্যেস হয়ে গেলে নিজে থেকেই আপনাকে জানিয়ে দেবে যে তার ডায়পার ভিজে (wet diaper) গিয়েছে। তাড়াতাড়ি বদলানোর ফলে সংক্রমণের ঝুকি ও অনেক কমে যাবে। অন্যদিকে ডিসপোজেবল ডায়পার ব্যবহার করা শিশুর এই জ্ঞান আসতে অনেক সময় লাগে।

 

৩।বার বার ব্যবহার করা যায় বলে,আপনার খরচ কমে যাবে।

 

৪। কাপড়ের ডায়পার অবশ্যই ডেটল বা যে কোন এন্টিসেপটিক দিয়ে ধোবেন প্রতিবার ও পুনরায় ব্যবহারের আগে ডায়পার যেন শুকনো থাকে

৫। সুতি, তুলো, ফ্লানেল ইত্যাদি দিয়ে তৈরী কাপড়ের ন্যাপি ডায়পারের থেকে হালকা হয় এবং শিশুরা পরে আরাম পায়

 

৬। ডিসপোজেবল ডায়পারগুলির প্যাডের মধ্যে খুব তাড়াতাড়ি দুর্গন্ধ দেখা দেয়,কাপড়ের ডায়পারে সেই সমস্যা নেই

 ৭ ডিসপোজেবল ডায়পার পরিবেশকে প্রতিনিয়ত দূষিত করছে। আবর্জনা বৃদ্ধি করছে। কাপড়ের ন্যাপি তা করে না।

 পরিশেষে বলা যায়, কাপড়ের ডায়পার বা ডিসপোজেবল ডায়াপার উভয়েরই সুবিধা ও অসুবিধা আছে। আপনার সন্তান পালনের প্রক্রিয়া ও সাধ্য অনুসারে আপনি যে কোন একটি বেছে নিতে পারেন। 








কোন মন্তব্য নেই

If you have any doubts please let me know

Blogger দ্বারা পরিচালিত.