শিশুর পটি ট্রেনিং | potty training age
টয়লেট বা পটি ট্রেনিং শিশুর জন্য
খুবই দরকারী। এটি তাকে শৃংখলা ও পরিচ্ছন্নতা শেখাবে। এই গুরুভার মা-বাবাকেই নিতে
হবে। কখন ও কিভাবে বাচ্চা
পটি করবে তা শেখানোর (potty training early) কিছু কৌশল রয়েছে।
কি রকম পটি
পটি হতে হবে আরামদায়ক ও দেখতে
আকর্ষণীয়। যাতে শিশু নিজে থেকেই এতে বসতে চায় ।
পটি
কেন ও কখনঃ নীচের
বিষয় গুলো মা, বাবা যদি খেয়াল করেন তবে বাচ্চা খুব সহজেই পটি করা শিখে যাবে।
১।
শিশুর ১৮ থেকে
২০ মাসের মধ্যে ট্রেনিং শুরু করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। খেয়াল করতে হবে
বাচ্চা খাওয়ানোর কতক্ষণ পর টয়লেট
করছে । সাধারণত খাওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘণ্টা পর টয়লেট হয়। তাই এই সময় বাচ্চাকে পটিতে বসাতে পারেন।
২।যে সব বাচ্চা হাঁটতে পারে,তারা সাধারণত প্রতি ২ ঘন্টায় একবার প্রস্রাব করে।
৩।এক সপ্তাহের জন্য একটি চার্ট
তৈরি করুন। চার্টে এই তথ্য গুলো লিখুন। যেমন:আপ নার শিশু সারাদিনে কতবার এবং কখন
কখন পটি (best time to potty train) করছে। সাধারনত এই বয়সের শিশু সারা দিনে পাঁচ থেকে ছয়বার প্রস্রাব ও দুই বার পায়খানা করে। তবে খাদ্যাভ্যাসের কারণে এর
তারতম্য হতে পারে। তারপর চার্ট অনুযায়ী শিশুকে পটি ট্রেনিং দেওয়া শুরু করুন (potty training problems)। সপ্তাহ
শেষে লিখে রাখুন ট্রেনিং এ সফলতা কত টুকু এল।
কিভাবে
বসাবেনঃ
১।
বাচ্চাকে পটিতে বসিয়ে তার সাথে গল্প করুন এবং পটি করতে উৎসাহ দিন এবং প্রশংসা করুন। এতে সে উৎসাহ পাবে।
২। শিশুরা অনুকরনপ্রিয়। তাকে দেখাতে পারেন তার কোন পছন্দের পুতুল কিভাবে পটি করছে। তাতে তার আগ্রহ তৈরি হবে।
৩। বাচ্চাকে পটিতে বসানোর জন্য বিভিন্ন ধরনের পছন্দের খেলনা তার হাতে দিতে পারেন। যেমন বারবী ডল,একশন ফিগার
ইত্যাদি।
৪। পটি করার পর তাকে শেখান কিভাবে হাত ধুতে হয়।
৫। পটি সবসময় এক জায়গায় রাখুন, যাতে বাচ্চা সহজেই বসতে পারে, অল্প সময়ের
মধ্যে।
যা
করবেন নাঃ
১। মোবাইল,ট্যাব দিয়ে বাচ্চাদের রপটিতে বসাবেন না।
তাতে মনোযোগ নষ্ট যায়।
২। শিশুকে পটি করার জন্য বকা দেবেন না। এতে সে আগ্রহ হারিয়ে ফেলবে।
সাবধানতা:
১। পটি করার পর হ্যান্ডওয়াশ দিয়ে ক্লিন করা
তাকে শেখানোর চেষ্টা করুন। ।এটা গুরুত্বপূর্ন।
সচেতন মায়েদের উচিত নির্দিষ্ট সময়ের মধ্যেই বাচ্চাদের টয়লেট ট্রেনিং দেয়া। বিশেষ করে কর্মজীবী মায়েদের এতে অনেক সুবিধা হবে। তবে বাবাদের ও এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। মা’র অনুপস্থিতিতে যাতে শিশু অস্বস্তি বোধ না করে।

কোন মন্তব্য নেই
If you have any doubts please let me know